রবিবার, ১ জুলাই, ২০১৮ ০০:০০ টা

সড়ক সংস্কার ও জলাবদ্ধতা নিরসন দাবি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুরে সড়ক সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে গতকাল মানববন্ধন করেছেন এলাকাবাসী। সকাল ১০টা     থেকে বেলা ১১টা পর্যন্ত চৌরাস্তা-মাওনা বাজার ও মাওনা-বারতোপা সড়ক সংস্কার দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আগামী সাত দিনের মধ্যে সড়ক সংস্কারের উদ্যোগ না নিলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

বক্তারা অভিযোগ করেন, শ্রীপুর পৌরসভার মাস্টারোলের কর্মচারী মৌসুমী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সবুজ মিয়া ও ভাই ভাই এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুল হামিদ পৌরসভা থেকে এ সড়ক উন্নয়নের কাজ পায়। তিন মাস পার হয়ে গেলেও তারা কাজ করেননি। সড়ক সংস্কার না হওয়ায় এলাকাবাসী ও পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এ ব্যাপারে সবুজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।  আব্দুল হামিদ বলেন, ‘বৃষ্টির জন্য কাজ করতে পারছি না। বৃষ্টি বন্ধ হলে আগামী সাত দিনের মধ্যে সড়কের আরসিসি ঢালাইয়ের কাজ শুরু করা হবে।

সর্বশেষ খবর