রবিবার, ১ জুলাই, ২০১৮ ০০:০০ টা
প্রিপেইড মিটার

বিদ্যুৎ অফিস ঘেরাও

আড়াইহাজার প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রিপেইড মিটার লাগানোর প্রতিবাদে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করে উত্তেজিত জনতা। জানা যায়, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিস কর্তৃপক্ষ এ যাবত প্রায় ৩ হাজার প্রিপেইড মিটার স্থাপন করেছে। অনেকের মিটারে অতিরিক্ত টাকা কর্তনসহ বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছে এবং মিটারে কার্ড লাগাতে গিয়ে অনেকে বিদ্যুত্স্পর্শে আহত হয়েছেন। তাই এলাকাবাসি প্রিপেইড মিটার স্থাপনে বাধা দেন। এ নিয়ে শনিবার বিকালে দু পক্ষের মধ্যে বাগিবতণ্ডা হলে এলাকাবাসী মাইকিং করে প্রায় কয়েক শ’ লোক জড়ো করে আড়াইহাজার জোনাল অফিস ঘেরাও করে। এ ব্যাপারে ডিজিএম সৈয়দা ফারজানা ইয়াসমিন বলেন, প্রিপেইড মিটার স্থাপন সরকারি সিদ্ধান্ত। আমরা তা বাস্তবায়নের চেষ্টা করছি। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ কাজ করেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর