বুধবার, ৪ জুলাই, ২০১৮ ০০:০০ টা

চিকিৎসকদের দায়িত্বে ফাঁকি!

শিবচর স্বাস্থ্য কমপ্লেক্স

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে সেবাবঞ্চিত হচ্ছে মানুষ। ডাক্তার, নার্সসহ কর্মচারীদের দায়িত্ব পালনে অবহেলার কারণে এ সংকট সৃষ্টি হয়েছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি এলাকাবাসী স্থানীয় এমপিকে জানালে গত রবিবার দুপুরে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান সংসদ সদস্য। এ সময় অনিয়ম-অব্যবস্থাপনা ও ডাক্তারদের অনুপস্থিতি দেখে এমপি নূর-ই আলম চৌধুরী অসন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনকালে স্বাস্থ্য কমপ্লেক্সের ১১ জন ডাক্তারের মধ্যে দুজনের হাজিরা খাতায় স্বাক্ষর দেখতে পান। এরা হলেন ডা. জসিম উদ্দিন ও হারুন-অর রশিদ। এলাকাবাসী অভিযোগ করেন, ইউনিয়ন পর্যায়ে সাব সেন্টারে কর্মরত ডাক্তাররা মাঠপর্যায়ে দুই দিন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রুটিন অনুযায়ী দায়িত্ব পালন করার কথা। কিন্তু সাব সেন্টারে কর্মরত এমবিবিএস ডাক্তাররা কোন এলাকায়ই সঠিকভাবে দায়িত্ব পালন করেন না। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করার কথা থাকলেও তারা কখনও সেখান জরুরি বিভাগ বা আউটডোরে রোগী দেখেন না। এ কারণে উপজেলার ১৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে আসা রোগীরা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাফর মিয়া জানান, ওই দিন স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন ডাক্তার উপজেলায় উপস্থিত ছিলেন। এদের মধ্যে চারজন ভুলবশত খাতায় স্বাক্ষর করেননি। আমিসহ তিনজন ছুটিতে রয়েছি। এমপি নূর-ই আলম চৌধুরী বলেন, সে সব ডাক্তার দায়িত্ব অবহেলা করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর