বুধবার, ৪ জুলাই, ২০১৮ ০০:০০ টা

কুকুরের কামড়ে ৭ গরুর মৃত্যু

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

হালুয়াঘাটে বেওয়ারিশ কুকুরের কামড়ে ৭টি দেশি-বিদেশি গরুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার পূর্ব নড়াইল গ্রামে ৪ কৃষকের ৭টি গরুর মৃত্যুর ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ১৫ থেকে ২০ দিন আগে পাগলা কুকুরের কামড়ে গরুগুলো জলাতংক রোগে আক্রান্ত হয়। সুনির্দিষ্ট চিকিৎসার অভাবে রোগাক্রান্ত গরুগুলোর মৃত্যু হয়। আবার অনেকে আতংকে জলাতংক রোগে আক্রান্ত গরুগুলোকে মেরে মাটিতে পুঁতে ফেলছেন। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, জলাতঙ্ক আক্রান্ত গরুর শরীরে জ্বর আসে, মুখ দিয়ে লালা পড়ে, পানি দেখলে ভয় পায় এবং সব সময় উত্তেজিত থাকে। সরকারিভাবে ভ্যাকসিনের সরবরাহ বন্ধ থাকায় দেওয়া সম্ভব হয়নি।

ইউএনও জাকির হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত পশু মালিকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

সর্বশেষ খবর