সোমবার, ৯ জুলাই, ২০১৮ ০০:০০ টা

বসতঘরে শতাধিক বিষধর সাপ

মাদারীপুর প্রতিনিধি

বসতঘরে শতাধিক বিষধর সাপ

মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকায় এক বাড়ি থেকে গতকাল ছোট-বড় বিভিন্ন প্রজাতির শতাধিক বিষধর সাপ উদ্ধার করেছে এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা যায়, কলাগাছিয়া এলাকার রেজাউল করিমের বাড়ির পাশে প্রায়ই বিষধর সাপের চলাচল চোখে পড়তো তাদের। কয়েকজন যুবক সাপের চলাচল লক্ষ্য করে দেখে রেজাউল করিমের বাসায় সাপ বাসা বেঁধেছে। তারা গতকাল ঘরের মেঝে খুঁড়ে শতাধিক বিষধর সাপ উদ্ধার করে মেরে ফেলে। রেজাউল করিম বলেন, ‘আমার বাসার ভিতরে বিষধর সাপগুলো বাসা বেঁধেছিল। যা আমি বুঝতেই পারিনি। স্থানীয়দের সহযোগিতায় সাপগুলো উদ্ধার করি। এরমধ্যে স্থানীয় ভাষায় কাল জাত, খোইয়া জাত ও গোখড়া সাপ রয়েছে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর