বুধবার, ১১ জুলাই, ২০১৮ ০০:০০ টা

পদ্মা গিলছে বাড়িঘর ফসলি জমি

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে চরজানাজাত এলাকায় পদ্মা নদীতে শুরু হয়েছে ব্যাপক ভাঙন। বহু বসতবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাট, হাট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে হুমকির মুখে।

জানা যায়, পদ্মা নদীর তীরবর্তী হওয়ায় প্রতি বছরই উপজেলার চরজানাজাত এলাকা ভাঙনের কবলে পড়ে। এ এলাকার কয়েকটি আগেই শিক্ষাপ্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে নদীর পানি বৃদ্ধি ও প্রবল স্রোতে এ অঞ্চলের অবশিষ্ট একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয়টি বিলীন হওয়ার পথে। চলছে ভবনটি সরিয়ে নেওয়ার কাজ। সরেজমিনে দেখা যায়, শিবচর উপজেলার চরজানাজাত ইউনিয়নের অধিকাংশ এলাকা চলে গেছে নদীতে। এক সময়ের বিপুল পরিমাণ জমির মালিকরা এখন সব হারিয়ে নিস্ব। অন্য এলাকায় খাজনায় বসতবাড়ি তুলে কোনোভাবে দিন কাটছে তাদের। ভাঙনে ক্ষতিগ্রস্ত রাশিদা জানান, এক সময় তার স্বামীর ৪০-৫০ বিঘা জমি ছিল। এখন এক বিঘাও নাই। পদ্মা সব কেড়ে নিয়েছে। এখন পরের জমিতে ঘর তুলে বসবাস করছি। রফিক বেপারী জানান, বর্ষা মৌসুমে এলে আমাদের চোখের ঘুম হারাম হয়ে যায়। সারাদিন দুশ্চিন্তায় থাকি এই বুঝি নদী ভিটেমাটি নিয়ে গেল। ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহামুদ জানান, যেভাবে নদী ভাঙন শুরু হয়েছে তাতে মনে হয় ২/১ দিনের মধ্যে স্কুলভবনটি বিলীন হয়ে যাবে। এ জন্য ভবনটি সরানোর চেষ্টা চলছে। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান আহমেদ জানান, যেহেতু নদী ভাঙনে এ অঞ্চলের লোক বেশি ক্ষতিগ্রস্ত হয়। সে জন্য প্রশাসনিকভাবে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পুরো বর্ষা মৌসুম ক্ষতিগ্রস্তদের পাশে থেকে বিভিন্ন সহায়তা করা হবে।

সর্বশেষ খবর