বুধবার, ১১ জুলাই, ২০১৮ ০০:০০ টা

অপহৃতদের উদ্ধারে অবরোধ

রাঙামাটি

রাঙামাটি প্রতনিধি

নানিয়ারচর উপজেলায় অপহৃত ১৬ গ্রামবাসীকে উদ্ধার দাবিতে রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক ও নৌপথ অপবরোধ পালন করেছে নব্য মুখোশবাহিনী প্রতিরোধ কমিটি। মঙ্গলবার ভোর ৬টায় রাঙামাটি-কুতুকছড়ি-মহলছড়ি ও খাগড়াছড়ি সড়কে গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধে সূচনা করে সংগঠনের কর্মী-সমর্থকরা। পরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে পিকেটিং শুরু করে। নাশকতা এড়াতে উপজেলায় যৌথবাহিনীর টহল জোরদার করা হয়। দিনভর রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। এদিকে সোমবার রাতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ফের অস্ত্রের মুখে দুর্বৃত্তরা তুলে নিয়ে গেছে ইউপিডিএফ সমর্থক সাবেক ইউপি সদস্য স্বপন কুমার চাকমাকে। এ সব ঘটনায় জেলাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। দেখা দিয়েছে আতঙ্ক। উল্লেখ্য, গত রবিবার সকালে নানিয়ারচর উপজেলার বিভিন্ন এলাকা থেকে লোকজন কুদুকছড়ি বাজারে যাচ্ছিলেন। পথে হাতিমার মুখ নামক স্থানে মুখোশধারী সশস্ত্র দুর্বৃত্তরা তাদের বহনকারী ইঞ্জিনচালিত নৌকা থামিয়ে ২৫ জনকে তুলে নেয়। পরে ৯ জনকে ছেড়ে দিলেও বাকি ১৬ জনের সন্ধান মেলেনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর