বুধবার, ১১ জুলাই, ২০১৮ ০০:০০ টা

দফতরি নিয়োগে ঘুষবাণিজ্য, মামলা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদরের ৩৬টি প্রাথমিক বিদ্যালয়ে ‘দফতরি কাম নৈশপ্রহরী’ পদে নিয়োগকে কেন্দ্র বাণিজ্যের অভিযোগ উঠেছে। এ নিয়ে ভুক্তভোগী প্রার্থীদের পক্ষে তিনজন পৃথক মামলা দায়ের করেছেন।

জানা যায়, ২০১৭ সালের ৩ এপ্রিল সদর উপজেলার ৩৬টি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। চলতি বছরের ৪ জুলাই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ১৭৮ জন প্রার্থী। অনেক প্রার্থী অভিযোগ করেন, ভাইভা বোর্ডে বিভিন্ন প্রকার অমূলক ও অসংলগ্ন প্রশ্ন করে সাধারণ প্রার্থীদের বিভ্রান্তিতে ফেলা হয়। প্রতিটি স্কুলের সভাপতি ঘুষবাণিজ্যে জড়িত বলে অভিযোগ করেন তারা। সেই সঙ্গে সুষ্ঠু তদন্ত করে প্রতিটি পদে স্বচ্ছভাবে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন ও দুর্নীতিতে জড়িতদের শাস্তির দাবি জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম জানান, যেখানে মামলা হয়েছে সেখানে নিয়োগপ্রক্রিয়া বন্ধ রেখেছি। চাকরি বঞ্চিতরাই মামলা করেছে এবং বিভ্রান্তিমূলক কথাবার্তা ছড়াচ্ছে।

তিনি বলেন, ‘এখানে কোনো ঘুষবাণিজ্য হয়নি। স্বচ্ছভাবে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। কে মামলা করল বা কে কি বললো তাতে কিছু যায়-আসে না।

সর্বশেষ খবর