বুধবার, ১১ জুলাই, ২০১৮ ০০:০০ টা

লাশ সৎকার নিয়ে সংঘর্ষ, গ্রেফতার ১

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে শ্মশানঘাটে লাশ সৎকারে বাধা দেওয়া নিয়ে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। সাতজনের নাম উল্লেখ করে গতকাল মামলাটি করা হয়। পুলিশ আবুহুর নামে এক আসামিকে গ্রেফতার করে হাজতে পাঠিয়েছে। অন্য আসামিরা হল— মাহাবুব, মাঠকু, আল মামুন, করিম, ময়না ও রায়হান। হরিপুর থানার ওসি রুহুল কুদ্দুস জানান, বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে। জানা যায়, হরিপুর উপজেলার রাজাদীঘি গ্রামের বিলখা বর্মণ গত রবিবার রাতে মারা যান। সোমবার দুপুরে লাশ সৎকারের জন্য নিয়ে হাটপুকুর শ্মশানঘাটে যান স্বজনরা। এ সময় কয়েক লোক সৎকারে বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষে সংঘর্ষ বাধে। এতে মৃত বিখলা বর্মনের ছেলে রমেশ ও সমেশ আহত হন। স্থানীয়রা হরিপুর থানায় খবর দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিদেশি রায় জানান, এই শ্মশানঘাটে দুই দশমিক ২৭ একর জমি ছিল। ২-৩ বছর ধরে কিছু লোক নানাভাবে বেশির ভাগ জমি গ্রাস করে ফেলেছে।

সর্বশেষ খবর