বুধবার, ১১ জুলাই, ২০১৮ ০০:০০ টা

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের গাড়ি ভাঙচুর

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে আবারো মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মিনিবাস দোলনচাঁপা ভাঙচুর করা হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শহরের কাগমারী ব্রিজের পাশে ময়দার মিলের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. লুত্ফুন্নেছা বারি, সহকারী অধ্যাপক নারগিছ আক্তার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোস্তফা কামাল নান্নু, ড্রাইভার  সজিবুল ইসলাম গাড়িতে অবস্থান করছিলেন।

এ ব্যাপারে গাড়ির ড্রাইভার সজিবুল ইসলাম বলেন, ‘ শহরের বেবিস্ট্যান্ড পাড় হয়ে তিনটি অটো গাড়ি দেখে গাড়ি ধীরে চালাতে থাকি। এ সময় একটি ছেলে লাঠি হাতে এসে আমাকে গাড়ি থামাতে বলে। আমি বলি কেন। এরপরই ৬/৭ জন মিলে এলোপাতাড়িভাবে গাড়ি ভাঙচুর করতে থাকে। পরে গাড়ির দরজা খুলে আমরা সবাই বের হয়ে আসি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সিরাজুল ইসলাম বলেন, আমরা পুলিশ প্রশাসনকে বিষয়টি অবগত করেছি। গাড়ি থানায় আছে। মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ খবর