বুধবার, ১১ জুলাই, ২০১৮ ০০:০০ টা

মাথা জোড়া লাগা দুই শিশুর দায়িত্ব নিলেন চিকিৎসক দম্পতি

শেরপুর প্রতিনিধি

শেরপুরের মাথা জোড়া লাগা যমজ কন্যা শিশুর জন্ম হয়েছে। শহরের মাধবপুরে ‘ফ্যামেলি নার্সিং হোমে’ পৌর শহরের গার্মেন্ট কর্মী রুবেলের স্ত্রী রেহানা গত শনিবার ওই যজম শিশুর জন্ম দেন। ফ্যামেলি নার্সিং হোমের স্বত্বাধিকারী ডাক্তার এমএ বারেক তোতা জানান, শিশু দুটি ভালই আছে। তবে উন্নত চিকিৎসার জন্য খুব দ্রুত তাদের ঢাকায় পাঠাতে হবে।

দরিদ্র পরিবারে অস্বাভাবিক দুই শিশুর জন্মে উদ্বিগ্ন হয়ে পড়েন স্বজনরা। দুই সন্তান নিয়ে কোথায় যাবেন, কিভাবে চিকিৎসা করাবেন এ নিয়ে চিন্তার শেষ ছিল না তাদের। এ অবস্থায় অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের চিকিৎসক শরিফুল ইসলাম শরিফ ও তার স্ত্রী শেরপুর সদর হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ নাইনা হোসেন।

সোমবার দুপুরে এ ডাক্তার দম্পতি জানান, মেয়ে দুটির চিকিৎসার সব ব্যয় তারা বহন করবেন। আগামী শুক্রবার প্রাথমিক  পরীক্ষা শেষে মা ও ওই মেয়েকে ঢাকা মেডিকেলে নেওয়া হবে।

 

সর্বশেষ খবর