বুধবার, ১১ জুলাই, ২০১৮ ০০:০০ টা

প্রাথমিক বিদ্যালয় থেকে সরানো হলো নির্মাণ সামগ্রী

নাটোর প্রতিনিধি

দুদকের হস্তক্ষেপে গতকাল নির্মাণ সামগ্রী সরানো হয়েছে নাটোর জেলার স্বরূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য জানান, নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার স্বরূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্মাণ কাজের সামগ্রী রেখে দখল এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বিনষ্ট করার অভিযোগ আসে কমিশনের হটলাইনে।

এমন অভিযোগে আরও বলা হয়, বিদ্যালয়ের মাঠে বিটুমিন গলানোর কাজ ও পাথর ও বালি মেশানোর প্লান্ট মেশিন চালানোর কারণে প্রচণ্ড ধুলাবালি, কালো ধোঁয়া, শব্দ ও বিটুমিনের তীব্র গন্ধে শিক্ষার্থীদের পাঠদান মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়। এ ছাড়া ব্যাপক স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি হয়। তাত্ক্ষণিকভাবে নাটোরের বাগাতিপাড়া ইউএনওকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন দুদক মহাপরিচালক মুনীর চৌধুরী। দুদকের নির্দেশনা মোতাবেক এলজিইডি কর্তৃপক্ষকে অবিলম্বে স্কুল চত্বর হতে সব নির্মাণ সামগ্রী দ্রুত সরানোর নির্দেশনা দেন তিনি। এসব নির্মাণ সামগ্রী অপসারণের পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং গভর্নিং বডির সভাপতিকে ইউএনও কার্যালয়ে ডেকে আনা হয়। তারা এর দায়দায়িত্ব স্বীকার করায় মুচলেকা নেওয়া হয়। ভবিষ্যতে এমন অন্যায় কাজ থেকে তারা বিরত থাকবেন।

সর্বশেষ খবর