বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮ ০০:০০ টা

হত্যা মামলায় উপজেলা চেয়ারম্যানসহ ৩০ জন কারাগারে

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে চাঞ্চল্যকর লিটন আলম হত্যা মামলার অন্যতম আসামি সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াহিদুজ্জামানসহ ৩০ জনকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলালউদ্দিন এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াহিদুজ্জামানসহ ৩০ জন লিটন আলম হত্যা মামলার আসামি। নিহত লিটন আলম সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামের মৃত আবদুল আলী মাতুব্বরের ছেলে। তিনি একজন পল্লী চিকিৎসক ছিলেন। ভাওয়াল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লিটন বিবাহিত এবং তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ২০০৮ সালের ২১ মার্চ লিটনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

সর্বশেষ খবর