শুক্রবার, ১৩ জুলাই, ২০১৮ ০০:০০ টা

পানিতে ডুবে সাত শিশুর মৃত্যু

প্রতিদিন ডেস্ক

পাঁচ জেলায় পানিতে ডুবে সাত শিশুর মৃত্যু হয়েছে। শেরপুর প্রতিনিধি জানান— শ্রীবরদী উপজেলা কাউনের চর গ্রামের কাউনের বিলের পানিতে বুধবার সন্ধ্যা ৬টায় গোসল করতে নেমে তিন শিশু নিখোঁজ হয়। আধা ঘণ্টা পর এক শিশুর মরদেহ স্থানীয়রা উদ্ধার করেন। বাকি দুই শিশুর মরদেহ বুধবার রাত ১০টার দিকে উদ্ধার করেন ডুবুরিরা। নিহত তিন শিশু ওই এলাকার ফকির আলীর ছেলে নুর মোহাম্মদ (৩), শুকুর আলীর ছেলে মোহাম্মদ আলী (৪) ও ছোহরাব আলীর ছেলে রিয়াদ (৪)। রায়পুর : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পানিতে ডুবে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম আরিফ হোসেন। পাথরঘাটা : বরগুনার পাথরঘাটায় সাইদা আক্তার তুবা নামে পাঁচ বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। কলাপাড়া : পটুয়াখালীর কলাপাড়ায় আব্দুল্লাহ্ (৩) নামের এক শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বদরগঞ্জ :  রংপুরের বদরগঞ্জে যমুনেশ্বরি নদী থেকে আল-আমিন (১৪) নামে এক শিতবশার্থীর লাশ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকালে পৌরশহরের নদীর মুন্সিপাড়া বাঁধের ঘাট এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে।

সর্বশেষ খবর