শুক্রবার, ১৩ জুলাই, ২০১৮ ০০:০০ টা

এক পলক

স্বামীর ফাঁসির আদেশ

কুষ্টিয়ার ভেড়ামারায় গৃহবধূ মিলি আক্তার কুটি হত্যা মামলায় স্বামী তরিকুল ইসলাম টিটুকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তার ৫০ হাজার টাকার অর্থদণ্ডও করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় কুষ্টিয়ার জেলা দায়রা ও জজ আদালতের (নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল) বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন। এ রায় ঘোষণার সময় আসামি তরিকুল ইসলাম পলাতক ছিলেন।

—কুষ্টিয়া প্রতিনিধি

স্কুলে ডাকাতি, ভাঙচুর

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর পিএল একাডেমী উচ্চ বিদ্যালয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বিদ্যালয়ের নৈশপ্রহরী বেলায়েত হোসেনকে কুপিয়ে জখম করেছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। কোম্পানীগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান বলেন, প্রধান শিক্ষক না থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। স্কুল কর্তৃপক্ষ এ বিষয়ে কোন অভিযোগ করেনি। —নোয়াখালী প্রতিনিধি

ছাত্রীর আত্মহত্যা

ময়মনসিংহের ভালুকায় বই কেনার টাকা না পেয়ে অভিমানে এক কলেজছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,  এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে লাশ দাফন করা হয়েছে। —ভালুকা প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর