সোমবার, ১৬ জুলাই, ২০১৮ ০০:০০ টা

বাস-ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে গেল তিন প্রাণ

বিভিন্ন স্থানে সড়কে নিহত আরও ৬

প্রতিদিন ডেস্ক

সিলেটে বাস-ট্রাক-মোটরসাইকেলের চতুর্মুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন স্থানে সড়কে প্রাণ গেছে আরও ছয়জনের। গতকাল এ সব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— সিলেট : সিলেট-ঢাকা মহাসড়কে দক্ষিণ সুরমার লালাবাজারে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। গতকাল দুপুরে ট্রাক, মোটরসাইকেল ও দুটি বাসের চতুর্মুখী সংঘর্ষ হয়। নিহতরা হলেন— লালাবাজার সাতমাইল এলাকার আসক আলীর ছেলে মাহবুবুল আলম (৩০), জৈন্তাপুর উপজেলার ঠাকুরেরমাটি এলাকার অমল পাত্রের ছেলে কাজল পাত্র (৪৫) ও ওসমানীনগরের তাজপুরের জ্যোতিন বিশ্বাসের স্ত্রী শিউলি চক্রবর্তী (৫০)। মাহবুব মোটরসাইকেলের এবং কাজল ও শিউলি বাসযাত্রী ছিলেন। আহতদের ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে। ময়মনসিংহ : ত্রিশাল উপজেলায় গতকাল পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। নিহতরা হলেন— সারা মণি (৮) ও রাজু (২৭)।  পুলিশ জানায়, সকালে আদালত ভবন এলাকায় একটি ট্রাক আরেকটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকে থাকা শিশু সারা মণির মৃত্যু হয়। আর কাজির শিমলা এলাকায় কাভার্ডভ্যান দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দিলে মারা যায় ভ্যানে থাকা রাজু। তার বাড়ি নোয়াখালী জেলায়। বাগেরহাট : বাগেরহাট-পিরোজপুর সড়কে কচুয়া উপজেলার যুগি বাড়ীর পোল এলাকায় পিকআপ ও ব্যাটারি চালিত ভ্যানের সংঘর্ষে মারা গেছেন মুনসুর (৬০) নামে এক ভ্যানচালক। গাজীপুর : বাসের চাকায় পিষ্ট হয়ে এক নারী গার্মেন্ট কর্মী নিহত হয়েছেন। তার নাম মনোয়ারা খাতুন (২২)। বাড়ি শেরপুর জেলায়। তিনি স্থানীয় ক্যাপিট্যাল ডিজাইন কারখানার শ্রমিক ছিলেন। ঘটনার পর সহকর্মী ও পথচারীরা বাসটি আটক করে তাতে আগুন ধরিয়ে দেয়। ঝিনাইদহ : সদর উপজেলার আড়ুয়াকান্দি এলাকায় গতকাল সকালে গাড়ির ধাক্কায় সিরাজুল ইসলাম (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সিরাজুল আড়ুয়াকান্দি গ্রামের কাওছার মণ্ডলের ছেলে। মাদারীপুর : শিবচরে বাসচাপায় রিপন ফকির (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। রিপন ওয়েস্টেন বিল্ডার্স নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠানের শ্রমিক ছিলেন।

সর্বশেষ খবর