সোমবার, ১৬ জুলাই, ২০১৮ ০০:০০ টা

গ্রামবাসীর বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ আটক ৩

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার ধুনট হাসপাতাল থেকে রোগীকে গ্রেফতার করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। এ সময় পুলিশ লাঠিচার্জ করে ৩ জনকে আটক করেছে। তারা হলো- নবির হোসেন, আব্দুল মান্নান ও আবু হানিফ। গতকাল বেলা ১১ টার দিকে ধুনট থানার প্রধান ফটকে এ ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার এলাঙ্গী প্রামাণিক পাড়া গ্রামের ফজর আলীর সঙ্গে প্রতিবেশী আনোয়ার হোসেনের বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার নলকূপ স্থাপনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ফজর আলী ও তার স্ত্রী অবিরন খাতুন আহত হন। পরে তাদের ধুনট হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ফজরের ভাই নবির হোসেন ধুনট থানায় অভিযোগ করেন। ফজর আলীর চাচা মোহাম্মদ আলী জানান, পুলিশ নবিরের অভিযোগ আমলে না নিয়ে আনোয়ারের মিথ্যা মামলায় হাসপাতাল থেকে ফজর আলীকে গ্রেফতার করেছে। এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে মিছিল বের করে।

ধুনট থানার ওসি বলেন, আনোয়ার হোসেন গুরুতর আহত হয়ে শহীদ জিয়া মেডিকেলে  চিকিৎসাধীন রয়েছেন।

সর্বশেষ খবর