সোমবার, ১৬ জুলাই, ২০১৮ ০০:০০ টা

এক পলক

মেয়ে হত্যায় বাবার ফাঁসি

নেত্রকোনার পূর্বধলায় শিশুকন্যা নাসিমাকে হত্যার দায়ে বাবা আবুল কাশেমকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা গতকাল এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আবুল কাশেম পূর্বধলা উপজেলার ধোবাহুগলা গ্রামের আবদুর গণির ছেলে। আদালতের পিপি জানান, প্রতিপক্ষকে ফাঁসাতে ২০০৯ সালের ১০ অক্টোবর রাতে আবুল কাশেম তার মেয়েকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করে। —নেত্রকোনা প্রতিনিধি

গোপালগঞ্জ জেলা ব্রান্ডিং বুক

গোপালগঞ্জ জেলা ব্রান্ডিং বুকের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল সার্কিট হাউসের হলরুমে মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক মোখলেসুর রহমান সরকার। লাল-সবুজের বৃত্তে ‘জাতির পিতার জন্মভূমি, গর্বিত গোপালগঞ্জ, এক তর্জনীর নির্দেশ স্বাধীন হলো বাংলাদেশ’ বৃত্তাকার লেখার মাঝে বঙ্গবন্ধুর তর্জনী দিয়ে গোপালগঞ্জের মনোগ্রাম করা হয়েছে। আবদুল্লাহ আল বাকির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন— চৌধুরী এমদাদুল হক, মাহাবুব আলী খান, শেখ লুত্ফার রহমান বাচ্চু প্রমুখ। —গোপালগঞ্জ প্রতিনিধি

জাতীয় পার্টির সম্মেলন

বাগেরহাট শিল্পকলা মিলনায়তনে গতকাল জেলা জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে হাবিবুর রহমানকে সভাপতি ও হাজরা শহীদুল ইসলাম বাবলুকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যের জেলা কমিটি ঘোষণা করা হয়। হাবিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সুনীল শুভরায়। —বাগেরহাট প্রতিনিধি

স্পিডবোট ডুবে মৃত্যু

মুন্সীগঞ্জের লৌহজং শিমুলিয়া ঘাট সংলগ্ন পদ্মা নদীতে ফেরির সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় একটি যাত্রীবাহী স্পিডবোট। এ সময় দুজন যাত্রী ডুবে যায়। জীবিত উদ্ধার করা হয় ২৪ জনকে। তলিয়ে যাওয়া যাত্রী সুফিয়া খাতুনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি শ্রীনগর উপজেলার হাষাড়া ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন। এখনো নিখোঁজ রয়েছেন জালাল সরদার নামের অপর যাত্রী। —মুন্সীগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর