সোমবার, ১৬ জুলাই, ২০১৮ ০০:০০ টা

শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে বিক্ষোভ কারখানা ভাঙচুর

সাভার প্রতিনিধি

ঢাকার আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে বিক্ষোভ ভাঙচুর হয়েছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানার নিরাপত্তা কর্মীরা কয়েক রাউন্ড গুলি ছুড়লে উভয় পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে আহত হন কমপক্ষে ১০ শ্রমিক। আশুলিয়ার কাঠগড়া এলাকায় এআর জিন্স প্রডিউসার লিমিটেড কারখানায় গতকাল এ ঘটনা ঘটে। বড় ধরনের সংঘর্ষের আশঙ্কায় কারখানাটি গতকালের জন্য ছুটি ঘোষণা করা হয়।

ভুক্তভোগী শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার কারখানায় কাজ করার সময় সুইং সুপারভাইজার শিমুলের মানিব্যাগ হারিয়ে যায়। এ ঘটনায় শিমুল অপারেটর সেন্টুকে কারখানার বাহিরে গিয়ে লোকজন নিয়ে মারধর করে। বিষয়টি সেন্টু প্রশাসনিক কর্মকর্তা রিয়াজকে জানান। বৃহস্পতিবার রিয়াজ উৎপাদন কর্মকর্তা পারভেজ, সুপারভাইজার শিমুলসহ সেন্টুকে নিয়ে আলোচনায় বসেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে উৎপাদন কর্মকর্তা পারভেজ সেন্টুকে গালগাল করে কারখানা থেকে বের করে দেওয়ার হুমকি। বিষয়টি শ্রমিকদের মধ্যে জানাজানি হলে দুই দলে বিভক্ত হয়ে পড়ে কর্মকর্তা-কর্মচারীরা। শনিবার সেন্টুকে মারধরের বিচার দাবিতে কারখানার ভিতরে বিক্ষোভ করেন শ্রমিকরা। অন্যদিকে পারভেজের পরামর্শে কারখানা কর্তৃপক্ষ ৪৩ শ্রমিককে বিশৃঙ্খলার সৃষ্টির অভিযোগে সাময়িক বরখাস্ত করে। গতকাল সকালে বরখাস্ত শ্রমিকদের ছবিসহ একটি তালিকা ঝুলিয়ে দেওয়া হয়। কাজে যোগদান করতে এসে শ্রমিকরা ছাঁটাইয়ের তালিকা দেখে মূল ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। কর্তৃপক্ষ বাঁধা দিলে শ্রমিকরা ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালায়। কারখানার এইচ আর অ্যান্ড কমপ্লেয়েস ম্যানেজার র‌্যাক লিটন বলেন, ‘অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।

সর্বশেষ খবর