মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮ ০০:০০ টা

উখিয়ায় ট্রাকচাপায় প্রাণ গেল চার অটোযাত্রীর

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার বালুখালীতে গতকাল সকালে বাঁশবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দুটি অটোরিকশা ও তিনটি ইজিবাইকে চাপা দেয়। এতে নারী ও শিশুসহ চার অটোযাত্রী নিহত হন। নিহতদের মধ্যে তিনজন রোহিঙ্গা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন— বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নূর কায়েস (২৫), তসরিন (২০), তার শিশুকন্যা মোশরফা আকতার (১ মাস) ও বালুখালী পানবাজার এলাকার রোজিনা আকতার (২৬)। উখিয়ার ইউএনও নিকারুজ্জামান চৌধুরী জানান, সকালে টেকনাফমুখী একটি ট্রাক কাস্টমস এলাকায় ওভারটেকিং করতে গিয়ে উল্টে যায়। এ সময় যাত্রীবাহী দুটি চলন্ত অটোরিকশা ও তিনটি ইজিবাইক ট্রাকের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই মারা যান ইজিবাইক ও অটোরিকশায় থাকা চার শিশু ও নারী। তাদের লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মোহনগঞ্জে শিশু নিহত : নেত্রকোনা প্রতিনিধি জানান, মোহনগঞ্জ উপজেলার নওগাঁও গ্রামে ইজিবাইকচাপায় ইয়াসিন নামে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ইয়াসিন ওই এলাকার রিপন মিয়ার ছেলে। গতকাল দুপুরে বাড়ির সামনে খেলা করার সময় দুর্ঘটনার শিকার হয় শিশুটি। কুমিল্লা : মালবোঝাই লরি চাপায় আল আমিন (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। কুমিল্লা মেডিকেল কলেজ সড়কের বারপাড়া চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আল আমিন নাঙ্গলকোট উপজেলার চাপিতলা গ্রামের আবুল বাশারের ছেলে।

সর্বশেষ খবর