মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮ ০০:০০ টা

চেয়ারম্যানের বিরুদ্ধে মেয়রের ১০০ কোটি টাকার মানহানি মামলা

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের চর ঈশ্বরদিয়া ইউপি চেয়ারম্যান মোর্শেদুল আলম জাহাঙ্গীরের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করেছেন ময়মনসিংহ পৌর মেয়র ইকরামুল হক টিটু। যুগ্ম জেলা জজ প্রথম আদালতে মেয়রের পক্ষে গতকাল মামলাটি করেন সিনিয়র আইনজীবী আনিছুর রহমান খান। এর আগে চলতি বছরের মে মাসে মেয়র টিটু, পৌরসভার প্রধান নির্বাহী তরিকুল আলম ও সাবেক সাব-রেজিস্ট্রার সদর সাইফুল ইসলামের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করেন ওই চেয়ারম্যান। অভিযোগের প্রমাণ না মেলায় আদালত মামলাটি খারিজ করে দেয়। জানা যায়, ২০১৬ সালে ময়মনসিংহ পৌর এলাকার সীমানা সম্প্রসারণের জন্য চর ঈশ্বরদিয়াসহ কিছু এলাকাকে পৌর এলাকা ঘোষণা করা হয়। এর পরিপ্রেক্ষিতে সদর সাব-রেজিস্ট্রি অফিস ভূমি হন্তান্তর ফির ১ কোটি ৮২ লাখ টাকা পৌরসভার ব্যাংক হিসাবে জমা করে। পরবর্তীতে ওই টাকা পৌরসভার উন্নয়নে ব্যয় করা হয়। ৫০ লাখ টাকা নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে জমা দেয়। বাকি টাকাও পরিশোধ করা হবে বলে উল্লেখ করা হয়। এরপরও ওই মামলা করায় ইকরামুল হক টিটুর মানহানি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।

সর্বশেষ খবর