শিরোনাম
মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮ ০০:০০ টা
চট্টগ্রামে মা-মেয়ে হত্যা

অংশ নেয় পেশাদার খুনি হত্যাকাণ্ড পরিকল্পিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের মা মনোয়ারা বেগম ও তার মেয়ে মেহেরুন নেছা বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পুলিশ ধারণা করছে পেশাদার খুনিরাই কিলিং মিশনে অংশ নিয়েছে। ঘটনার পর দুই দিন অতিবাহিত হয়ে গেলেও পুলিশ খুনের ‘ক্লু’ উদঘাটন করতে পারেনি। তাই সম্পত্তি সংক্রান্ত বিরোধ, পারিবারিক দ্বন্দ্বসহ কয়েকটি বিষয়কে সামনে নিয়ে কাজ করছে পুলিশ। চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) ওয়ারিশ আহমেদ বলেন, ‘সব দিক বিবেচনা করে ধারণা করছি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।’ খুলশী থানার ওসি শেখ নাসির উদ্দিন বলেন, ‘মা মেয়ে খুনের ঘটনার কোনো ক্লু উদঘাটন তাই সম্পত্তি, পারিবারিক দ্বন্দ্ব, পূর্ব শত্রুতাসহ কয়েকটি বিষয়কে সামনে রেখে তদন্ত করছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে ক্লু উদঘাটন করতে পারব।’ জানা যায়, পাহাড়ের পাদদেশে টিলার ওপর চারতলা বাড়িটি ২০০৬ সালের দিকে নির্মাণ করা হয়। বাড়ি তৈরির সময় স্থানীয় প্রভাবশালী মহলের কাছ থেকে হুমকি পেয়ে আসছিল। তাই বাসার গেট সব সময় বন্ধ থাকত। খুনের পর মেইন গেটটি বন্ধ পাওয়া গেলেও ছাদের গেট খোলা ছিল। পুলিশ ধারণা করছে পরিচিত কারও সহযোগিতায় খুনিরা ভবনে প্রবেশ করে। এরপর গেট বন্ধ করে মা মেয়েকে খুন করে অন্য একটি ছোট গেট দিয়ে পালিয়ে যায়। পিবিআই পরিদর্শক সন্তোষ কুমার চাকমা বলেন, খুনিরা খুনের পর দুটি সেট নিয়ে গেলেও সিম খুলে ফেলে গেছে। সিম নিয়ে গেলে তারা সহজে ধরা পড়তে পারে এ চিন্তা থেকেই সেগুলো নিয়ে যায়নি। অপেশাদার অপরাধী হলে সিমও নিয়ে যেত। চুরি-ডাকাতির জন্য এ খুন হলে তারা প্রবেশ ও বাইরের জন্য মেইন গেটই ব্যবহার করত। শুধু চুরি-ডাকাতির জন্য এলে খুন করে লাশ পানির ট্যাংকে ফেলে দিত না। সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। যা পেশাদার অপরাধীই করেছে।

সর্বশেষ খবর