বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮ ০০:০০ টা

শিশু ধর্ষণ ও হত্যায় সৎ পিতার ফাঁসি

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় শিশু মায়াকে (৯) ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার দায়ে সৎ বাবা আলামিনকে (৩৭) মৃত্যুদণ্ড দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত। বিচারক হাফিজুর রহমান গতকাল এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আলামিন শরণখোলা উপজেলার মঠেরপাড় গ্রামের ফজলুল হকের ছেলে। মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালে শরণখোলা উপজেলার মঠেরপাড় গ্রামের আলামিনের সঙ্গে নিহত শিশুর মা স্বামী পরিত্যক্তা পুতুলের বিয়ে হয়। শিশু মায়া ওই বছরের ২০ ডিসেম্বর বিকালে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির পর রাতে বিষয়টি থানায় জানানো হয়। পুলিশ সন্দেহভাজন হিসেবে আলামীনকে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যার কথা স্বীকার করে। তার স্বীকারোক্তি মতে স্থানীয় ধান খেত থেকে মায়ার লাশ উদ্ধার করে পুলিশ। শিশু পাচারে যাবজ্জীবন : সাতক্ষীরা প্রতিনিধি জানান, প্রথম শ্রেণির ছাত্রীকে পাচারের অভিযোগে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা গতকাল এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামি হলেন আফরোজা ওরফে তাছলিমা। তিনি শ্যামনগর উপাজেলার পরানপুর গ্রামের নুর ইসলামের মেয়ে।

সর্বশেষ খবর