শুক্রবার, ২০ জুলাই, ২০১৮ ০০:০০ টা

কসবা গ্যাস কূপ খনন ফের শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

এক সপ্তাহ বন্ধ থাকার পর গতকাল আবারও ব্রাহ্মণবাড়িয়ার কসবা গ্যাস কূপ খনন শুরু হয়েছে। একই সঙ্গে চলছে কূপটির পরীক্ষণ কাজ। ১৩ জুলাই কসবা অনুসন্ধানী গ্যাস কূপ খননকালে মাটির নিচে ড্রিলিং পাইপ আটকে যাওয়ায় বন্ধ হয়ে গিয়েছিল খনন কাজ। পাইপ মেরামত শেষে বৃহস্পতিবার থেকে ফের কূপ খনন শুরু হল। জানা যায়, সরকারের রূপকল্প-৩ ও ১ এর আওতায় গত মে মাসে পৃথক দুটি অনুসন্ধানী গ্যাস কূপ খনন শুরু হয়েছে। বাপেক্স নিজস্ব জনবল ও রিগ দিয়ে কাজটি শুরু করে। গ্যাস ডেভেলপমেন্ট ফান্ডের অর্থায়নের দুটি কূপ খননে ব্যয় হবে প্রায় ১৭৫ কোটি টাকা। কসবা-১ কূপ সাড়ে পাঁচ একর জায়গার উপর প্রতিষ্ঠিত। এ অনুসন্ধানি কূপের খনন কাজ চলতি মাসেই শেষ হওয়ার কথা। কূপ সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, এখানে প্রাথমিকভাবে দুটি গ্যাস জোনের উপস্থিতির আলামত পাওয়া গেছে।

সর্বশেষ খবর