বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১৮ ০০:০০ টা
জমিদার বাড়ির গাছ কর্তন

বাংলাদেশ প্রতিদিনের খবরে তোলপাড়

নাটোর প্রতিনিধি

২৫ জুলাই বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত ‘নাটোরে জমিদার বাড়ির গাছ কাটা নিয়ে কী হচ্ছে’ শীর্ষক খবরে নাটোরজুড়ে তোলপাড় শুরু হয়েছে। সিংড়া পৌর শহরে বিষয়টি পরিণত হয় ‘টক অব দ্য টাউনে’। নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। প্রাচীন ঐতিহ্যবাহী চৌগ্রাম জমিদার বাড়ির শতবর্ষী ১৫টি গাছ কাটার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। এদিকে গাছ কাটার ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন সচেতন নাগরিকরা।

স্থানীয় স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বাংলাদেশ প্রতিদিনকে সংবাদ প্রকাশের জন্য ধন্যবাদ জানিয়েছেন। এর আগে গত শনিবার সন্ধ্যায় চৌগ্রাম জমিদার বাড়ির গাছগুলো কেটে পাচারের সময় ঠিকাদারের লোকজনের কাছ থেকে সেগুলো আটক করেন গ্রামবাসী।

সর্বশেষ খবর