শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮ ০০:০০ টা

শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন প্রধান আসামির পক্ষে!

সুনামগঞ্জ প্রতিনিধি

ছাতকে আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ হত্যা মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদের পক্ষে স্কুল শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন করানো হয়েছে। উত্তর খুরমা ইউনিয়নের এলঙ্গি মডেল হাই স্কুলের শিক্ষার্থীদের দিয়ে গত মঙ্গলবার ‘মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে’ মানববন্ধন করান বিল্লাল অনুসারী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা। হত্যা মামলার মতো বিচারাধীন একটি বিষয়ে শিশুদের ব্যবহার করায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। জানা যায়, শিক্ষার্থীদের পাশাপাশি মানববন্ধনে উপস্থিত ছিলেন— সু্কল পরিচালনা কমিটির সভাপতি ময়না মিয়া, সদস্য সফিক মিয়া, জসিম উদ্দিন, আব্দুল মনাফ, সাহাব উদ্দিন, হাফিজ রাজ উদ্দিন, হাসন আলী, সমসর আলী, আখল আলী, আমির আলী, আবুল আজাদ, ইসমাইল আলী, কছির উদ্দিন, উমর আলী, বাচ্চু মিয়া, আছকির আলী। প্রধান শিক্ষক নূরুল ইসলাম বলেন, ‘বিদ্যালয় পরিচালনা কমিটি মানববন্ধনের আয়োজন করেছে। আমার কিছুই করার ছিল না।’ উল্লেখ্য, গত ২২ জুন দিবাগত রাতে বাড়ির পাশের দোকানে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে ফেরার পথে নিখোঁজ হন উত্তর খুরমা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ। ২৪ জুন স্থানীয় পাতলাচুরা বিল থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় সুনামগঞ্জের আদালতে ইউপি চেয়ারম্যান বিল্লালকে প্রধান করে ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন ফারুকের স্ত্রী রেহানা বেগম।  আলোচিত এই মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেশটিগেশন-পিবিআইকে দায়িত্ব দিয়েছে আদালত।

সর্বশেষ খবর