রবিবার, ২৯ জুলাই, ২০১৮ ০০:০০ টা

বেপরোয়া ট্রাকের চাকায় পিষ্ট হলেন চার অটোযাত্রী

প্রতিদিন ডেস্ক

সুনামগঞ্জে বেপরোয়া ট্রাকের চাকায় পিষ্ট হয়ে চার অটোযাত্রীর মৃত্যু হয়েছে। এছাড়া কুমিল্লা ও রাজশাহীতে সড়কে প্রাণ গেছে আরও তিনজনের। গতকাল এ সব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর—

সুনামগঞ্জে-সিলেট সড়কে বেপরোয়া গতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত এবং ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে নিহত হন দুটি অটোতে থাকা চার যাত্রী। এ সময় আহত হন আরও চারজন। সাদাপুল এলাকায় বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— জামালগঞ্জ উপজেলার বড় ঘাটটিয়া গ্রামের শামিমুল ইসলাম ও মোক্তার হোসেন, নোয়াগাঁও গ্রামের মোতালেব হোসেন ও ছাতক উপজেলার মল্লিকপুর গ্রামের মোজাম্মেল হক। আহতদের সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বেলা ৩টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ সাদাপুল এলাকায় সিলেট থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও পরে ব্যাটারিচালিত অপর একটি অটোরিকশাকে চাপা দেয়। কুমিল্লা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার নুরীতলা এলাকায় গতকাল কাভার্ড ভ্যানচাপায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন— নাটোর জেলার সবুজ হোসেন (২০) ও মহসিন (২২)। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। হতাহত সবাই স্থানীয় আশা জুট মিলের শ্রমিক ছিলেন। পুলিশ জানায়, কয়েক শ্রমিক কাজে যাওয়ার সময় বৃষ্টি শুরু হলে দোকানের সামনে আশ্রয় নেন। তখন একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের দোকানটিতে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে দুই শ্রমিক নিহত ও দুজন আহত হন। রাজশাহী : গোদাগাড়ী উপজেলায় গতকাল সকালে ন্যাশনাল ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। তার নাম নাসিম হোসেন (২৫)। বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায়।

সর্বশেষ খবর