রবিবার, ২৯ জুলাই, ২০১৮ ০০:০০ টা

রংপুরে প্রতিপক্ষের কোদালের কোপে চাচা-ভাতিজা নিহত

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের পীরগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের কোদালের কোপে চাচা-ভাতিজা নিহত হয়েছেন। আহত হয়েছে আরও একজন। গতকাল সকালে পীরগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের তাহিরপুর মজিলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের ফজল মণ্ডলের ছেলে রাজা মণ্ডল (৬০) ও আজিজ মণ্ডলের ছেলে রফিকুল ইসলাম (৩০)। রফিকুল রাজার আপন ভাতিজা। নিহত রাজা মণ্ডলের ছেলে সামছুলও (২৮) এ ঘটনায় আহত হন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে জোড়া খুনের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি হারুন মণ্ডলকে বিকালে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও এলকাবাসী সূত্রে জানা গেছে, রাজা মণ্ডলের সঙ্গে জমি নিয়ে তার আরেক ভাইয়ের ছেলে হারুন মণ্ডলের বিরোধ চলছিল। রাজা মণ্ডল সকালে সেই বিরোধপূর্ণ জমি চাষ দিতে গেলে হারুনের সঙ্গে বাগিবতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হারুন তার হাতে থাকা কোদাল দিয়ে রাজা মণ্ডলের মাথায় কোপ মারেন। রাজাকে বাঁচাতে এগিয়ে আসেন তার ছেলে সামছুল ও ভাতিজা রফিকুল। হারুন তাদেরও কোদাল দিয়ে কোপ মারেন। ঘটনাস্থলেই রাজা মণ্ডল এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা রফিকুল মারা যান। সামছুল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রাজা মণ্ডলের মেয়ে আরেফা বেগম বাদী হয়ে হারুন মণ্ডলসহ তিনজনকে আসামি করে হত্যা মামলা করেছেন।

সর্বশেষ খবর