মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮ ০০:০০ টা

ক্ষোভে উত্তাল খাগড়াছড়ি

ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

খাগড়াছড়ি প্রতিনিধি

পঞ্চম শ্রেণির ছাত্রী কৃত্তিকাকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে খাগড়াছড়ি। বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের ব্যানারে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন। শহরের টাউন হল প্রাঙ্গণ থেকে মিছিল বের করে শাপলা চত্বরে এসে মানববন্ধন করেন ক্ষুব্ধ জনতা। পরে তারা সড়কের উপর অবস্থান নেন। এ সময় শাপলা চত্বর থেকে আদালত সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মানববন্ধন থেকে অবিলম্বে ধর্ষকদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়। আগামী বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে কালোব্যাজ ধারণ কর্মসূচি ঘোষণা করেন শিক্ষক নেতারা। মানববন্ধনে চলাকালে বক্তৃতা করেন— বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় শাখার সভাপতি নলেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি নুরুল আজম, খাগড়াপুর মহিলা সমিতির নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা প্রমুখ। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পাঠানো হয়। খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আফতাব উদ্দিন বলেন, ধর্ষণ ও হত্যার ঘটনায় নিহত ছাত্রীর মা অনুমতি ত্রিপুরা মামলা করেছেন। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। উল্লেখ্য, গত শনিবার দুপুরে খাবার খেতে স্কুল থেকে বাড়ি আসার পর নিখোঁজ হয় কৃত্তিকা। দিন রাতে স্থানীয় পাহাড়ের জঙ্গলে তার লাশ পাওয়া যায়। মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে জানায় পুলিশ। এ ঘটনায় নিহতের মা দীঘিনালা থানায় অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর