শিরোনাম
বুধবার, ১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

রাজশাহীতে আওয়ামী লীগের ২৩, বিএনপির ৬ কাউন্সিলর

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী সিটি নির্বাচনে সাধারণ কাউন্সিলরের ৩০টি পদে ২৩ জন আওয়ামী লীগ, ৬ জন বিএনপি ও একজন ওয়ার্কার্স পার্টি সমর্থিত নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে নির্বাচিতরা হলেন, ১ নম্বর ওয়ার্ডে রজব আলী, ২ নম্বরে নজরুল ইসলাম, ৩ নম্বরে কামাল হোসেন, ৪ নম্বরে রহুল আমিন টুনু, ৫ নম্বরে কামরুজ্জামান, ৬ নম্বরে নুরুজ্জামান, ৭ নম্বরে মতিউর রহমান, ৮ নম্বরে এসএম মাহাবুবুল হক পাভেল, ৯ নম্বরে রেজাউন নবী, ১০ নম্বরে আব্বাস আলী সরদার, ১১ নম্বরে রবিউল ইসলাম, ১২ নম্বরে সরিফুল ইসলামু, ১৩ নম্বরে আবদুল মোমিন, ১৪ নম্বরে আনোয়ার হোসেন, ১৫ নম্বরে আবদুস সোবহান, ১৭ নম্বরে শাহাদত আলী, ১৮ নম্বরে শহিদুল ইসলাম, ১৯ নম্বরে তৌহিদুল হক, ২০ নম্বরে রবিউল ইসলাম সরকার, ২১ নম্বরে নিজামুল আজিম, ২২ নম্বরে আবদুল হামিদ সরকার, ২৩ নম্বরে মাহাতাব হোসেন চৌধুরী, ২৪ নম্বরে আরমান আলী, ২৫ নম্বরে তরিকুল আলম, ২৬ নম্বরে আকতারুজ্জামান, ২৭ নম্বরে আনোয়ারুল আমিন, ২৮ নম্বরে আশরাফুল হক, ২৯ নম্বরে মাসুদ রানা ও ৩০ নম্বরে ওয়ার্ডে শহিদুল ইসলাম পিন্টু বিজয়ী হয়েছেন। এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন তাহেরা, আয়েশা, মুসলিমা, শিরিন আরা, কামরুন্নাহার, মাজেদা, উম্মে সালমা, নাদিরা, লাইলি ও সুলতানা রাজিয়া।

সর্বশেষ খবর