শুক্রবার, ৩ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ড্রামের ভেলায় পারাপার

কুমিল্লা প্রতিনিধি

ড্রামের ভেলায় পারাপার

ড্রামের ভেলায় করে জিয়ার খাল পার হচ্ছে স্কুল শিক্ষার্থীরা —বাংলাদেশ প্রতিদিন

কুমিল্লার মুরাদনগর উপজেলার পূর্বধইর পূর্ব এবং পূর্বধইর পশ্চিম এই দুই ইউনিয়নের পাঁচ গ্রামের মানুষের চলাচলের ভরসা ড্রামের ভেলা। স্থানীয় জিয়ার খালে সেতু না থাকায় ড্রামে করেই পারাপার হচ্ছে তাদের। যুগ যুগ ধরে কখনো নৌকা, কখনো বাঁশের সাঁকো দিয়ে খালটি পার হচ্ছেন হিরাপুর, কোরবানপুর, খোশঘর, জানঘর ও নবীয়াবাদের গ্রামের মানুষ।

এলাকাবাসী জানান, উপজেলার এই দুই ইউনিয়নের মধ্যে স্থলপথে যোগাযোগ করতে হলে তিন কিলোমিটার রাস্তা ঘুরে আসতে হয়। জিয়ার খাল নামক ছোট নদীটি দুই ইউনিয়নের উপর দিয়ে বয়ে গেছে নবীয়াবাদ থেকে কোরবান পর্যন্ত। খালের দুই পাশের পাঁচ গ্রামের মানুষের বাঙ্গরা বাজার থানায় যাওয়ার একমাত্র মাধ্যম এই খাল। এলাকার কোরবান পুর জিএম উচ্চ বিদ্যালয়, কোরবানপুর প্রাথমিক বিদ্যালয়, নবীয়াবাদ প্রাথমিক বিদ্যালয়, নবীয়াবাদ ফাজিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে ড্রামে করে যাতায়াত করছেন। খোশঘর গ্রামের বৃদ্ধ আলী আশ্রাফ জানান, এখানে একটি সেতু করার ব্যাপারে নেতারা এসে একেক সময় একেক প্রতিশ্রুতি দিয়ে যায়। কাজের কাজ কিছুই হয় না। সাবেক মেম্বার দুলাল মিয়া জানান, এই খালটির কারণে এলাকার ছেলে-মেয়েদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। ড্রামে করে ঝুঁকি নিয়ে তারা খেয়া পার হচ্ছে। পূর্বধইর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান শরিফুল ইসলাম বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি এই সেতুটি নির্মাণের। আমি অনেক বার এমপি-মন্ত্রীর কাছে গিয়েও বরাদ্দ পাইনি। সেতুটি নির্মিত হলে পাঁচ গ্রামের মানুষের দুর্ভোগ কমবে। আরও উন্নত হবে জীবনমান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর