শুক্রবার, ৩ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

পুলিশের সোর্স ও নারী শ্রমিক খুন

প্রতিদিন ডেস্ক

কুমিল্লায় পুলিশের সোর্স এবং গাজীপুরে এক নারী শ্রমিক খুন হয়েছেন। এছাড়া বিভিন্ন স্থানে উদ্ধার করা হয়েছে তিনজনের লাশ। প্রতিনিধিদের পাঠানো খবর—

কুমিল্লা : কুমিল্লা নগরীর পৃথক স্থানে পুলিশের সোর্স ও অটোরিকশা চালককে খুন করা হয়েছে। কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পেছনে ও ডুমুরিয়া চাঁনপুর এলাকায়  দুটি হত্যার ঘটনা ঘটে। পুলিশ জানায়, কেন্দ্রীয় ঈদগাহের পেছনে সিএনজি স্ট্যান্ডের পাশে বিল্লাল হোসেনকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। তার চিৎকারে টহলরত পুলিশ ধাওয়া দিয়ে হৃদয় নামে এক যুবককে আটক করে। গুরুতর আহত বিল্লালকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিল্লাল (৩০) নগরীর জামতলার ছিদ্দিকুর রহমানের ছেলে। অপরদিকে চাঁনপুর কেরানীবাড়ির পাশে পুরাতন গোমতী নদীর পাড় থেকে আলী আশরাফ (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আশরাফ মুরাদনগর উপজেলার হুজুরা মিয়ার ছেলে। তিনি অটোরিকশা চালক ছিলেন। গাজীপুর : সদর উপজেলায় বুধবার রাতে এক নারী পোশাক শ্রমিক খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী রফিকুল ইসলামকে (৪০) আটক করেছে। এদিকে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের শ্রীপুর উপজেলার গাড়ারন এলাকা থেকে গতকাল মনিরুল ইসলাম নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। নাটোর : বাগাতিপাড়ায় বড়াল নদী থেকে উজ্জল (৩৫) নামে এক যুবকের লাশ গতকাল উদ্ধার করেছে পুলিশ। উজ্জল রাজশাহী বাঘমারা উপজেলার হিন্দুপাড়া গ্রামের ধীরেন দাসের ছেলে। জানা যায়, বুধবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি সে।

সর্বশেষ খবর