শুক্রবার, ৩ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

জেএমবি সন্দেহে শিক্ষক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে জেএমবি সন্দেহে মোনায়েম হোসেন (২৮) নামে এক স্কুলশিক্ষককে গ্রেফতার করা হয়েছে। তিনি চর বাগডহরা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং একই এলাকার আবুল কালাম আজাদের ছেলে। বুধবার রাতে গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের চর বাগডহরা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি তিনি জেএমবি রংপুর জেলার ইছাবা (সামরিক) সদস্য। এ নিয়ে গত তিনদিনে গঙ্গাচড়া থেকে জেএমবি নেতা সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ।

গত রবিবার রাতে গঙ্গাচড়া উপজেলার কুড়িবিশ্বা দোলাপাড়া থেকে আজহারুল ইসলাম (৩৪), একই উপজেলার চর বাগডহড়া গ্রাম থেকে আকরামুজ্জামান (৩০), ফারুক (২৬) ও আব্দুল হাকিম (৩৪) নামে চারজনকে গ্রেফতার করা হয়। তারা জেএমবির বিভিন্ন পর্যায়ের নেতা এবং তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। মঙ্গলবার তাদের সাতদিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার তদন্ত কর্মকর্তার দাবি জিজ্ঞাসাবাদে জেএমবির চার নেতার দেওয়া তথ্যের ভিত্তিতে মোনায়েম হোসেনকে গ্রেফতার করা হয়।

সর্বশেষ খবর