শুক্রবার, ৩ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

চাঁদার জন্য সরকারি ড্রেজার ভাঙচুর

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় চাঁদা না পেয়ে সরকারি ড্রেজার ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। এ সময় ড্রেজার চালক ও শ্রমিকদের কুপিয়ে নদীতে ফেলে চার লক্ষাধিক টাকা লুট করে। রায়পুরা উপজেলার মেঘনা নদীর চর বেগমাবাদ এলাকায় বুধবার বিকালে এ ঘটনা ঘটে। প্রতিবাদে গতকাল রায়পুরা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্তরা। জানা যায়, নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় থেকে নদী ড্রেজিংয়ের টেন্ডার পান সরকার ইন্টারন্যাশনালের মালিক রোকনুজ্জামান। গত বৈশাখ থেকে তিনি ড্রেজিং কাজ চালিয়ে আসছেন। রোকনুজ্জামানের কাছে চাঁদা দাবি করে আসছিল স্থানীয় চান মিয়া, হাবি ও বাবুল। চাঁদা না দেওয়ায় তাদের নেতৃত্বে ১৫-১৬ সন্ত্রাসী নৌকায় করে অস্ত্রশস্ত্র নিয়ে ড্রেজারে হামালা চালায়। শ্রমিকদের কুপিয়ে ও পিটিয়ে ড্রেজারে থাকা চার লাখ টাকা লুট করে। রায়পুরা থানার ওসি জানান, এ ঘটনায় মামলা হয়েছে। দোষীদের ধরতে অভিযান চলছে।

সর্বশেষ খবর