শনিবার, ৪ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ময়মনসিংহে সাত মাসে সড়কে গেছে ৮০ প্রাণ

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের মুক্তগাছা উপজেলার কিশোর নুরুল ইসলাম (১৬)। অভাবের সংসারে বাবার পাশাপাশি ভ্যানের প্যাডেল ঘুরিয়ে কোনো রকম চলতো জীবন। ঈদুল ফিতরের চার দিন পর এক সড়ক দুর্ঘটনায় এখন দুটি পা-ই অচল নুরুলের। কই কিশোরের মতো অনেকেই সড়ক দুর্ঘটনায় অঙ্গ হারিয়ে স্বাভাবিক জীবনযাপন করছেন। শুধু অঙ্গহানিই নয়, দীর্ঘতর হচ্ছে মৃত্যু মিছিলও। গত জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে ময়মনসিংহে সড়কে প্রাণ গেছে কমপক্ষে ৮০ জনের। আহতের সংখ্যা ২ শতাধিক। বিভিন্ন সংবাদ মাধ্যম ও সড়ক সংগঠন সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারি মাসে ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ৬, ফেব্রুয়ারিতে ৯, মার্চে ১১, এপ্রিলে ১৫, মে’তে ১৮, জুনে ১৫ ও জুলাইয়ে ৬ জন নিহত হয়েছেন। এ সব দুর্ঘটনায় নিহতদের বড় একটি অংশ পরিবারের কর্মক্ষম ব্যক্তি হওয়ায় স্বজনরা পড়েছেন বিপাকে। আর আহতদের পরিবার নিঃস্ব হচ্ছে চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে। সড়কে হতাহতের এমন সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পরিবহন মালিক, প্রশাসন ও সংশ্লিষ্ট সংগঠনগুলো। ময়মনসিংহ পরিবহন মোটর মালিক সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন মনতা বলেন, ‘দুর্ঘটনায় বেশিরভাগ সময়ই দায়ী চালকরা। তাদের অসাবধানতার কারণেই ৯০ ভাগ দুর্ঘটনা ঘটে।’ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এসএ নেওয়াজী বলেন, ‘চালকরা প্রশিক্ষিত নয়। ফলে যখন তারা গাড়ি চালান, তখন ট্রাফিক আইন না মেনে প্রতিযোগিতায় নামে।’ নিরাপদ সড়ক চাই-এর ময়মনসিংহ জেলা সভাপতি আব্দুল কাদের চৌধুরী মুন্না বলেন, ‘প্রতি বছরই বাড়ছে সড়কে মৃত্যুর মিছিল। যানবাহনে ত্রুটি, চালকদের অদক্ষতা, পরিবহন সেক্টরে নৈরাজ্য সব মিলিয়ে এখন সড়কে চলাই দায়।’

 

 

সর্বশেষ খবর