রবিবার, ৫ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

স্কুলছাত্রী সাদিয়া নিহতের বিচার দাবি সহপাঠীদের

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সখীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী সাদিয়া আফরিন (১৫) নিহতের প্রতিবাদে ঢাকা-সখীপুর-সাগরদিঘী সড়ক সড়ক অবরোধ করে বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত ছাত্রছাত্রী অংশ নেন। কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা ‘নিরাপদ সড়ক চাই, ঘাতকের ফাঁসি চাই’সহ নানা স্লোগান দেন। একপর্যায়ে পুলিশ, উপজেলা প্রশাসন ও পৌরমেয়র এসে মানববন্ধন স্থগিত করতে বলে পাঁচ শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে যানবাহনে অভিযান চালায়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কয়েকটি ট্রাক ও মোটরসাইকেল চালককে বিভিন্ন অপরাধে জরিমানা ও মামলা করা হয়েছে। উল্লেখ্য, শুক্রবার সকাল ১০টার দিকে সখীপুর উপজেলার বড়চওনা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সাদিয়া আফরিন হেঁটে বাড়ি যাওয়ার সময় একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার সময় তার মৃত্যু হয়। সাদিয়া দশম শ্রেণির ছাত্রী ও বেলতলী গ্রামের আজহারুল হকের মেয়ে। চালকসহ পিকআপটি আটক করে মামলা নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর