রবিবার, ৫ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

সদরপুরে পাল্টাপাল্টি মামলায় আতঙ্ক

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর বাজারে সম্প্রতি ২০টি দোকানে লুটপাট-ভাঙচুর হয়েছে। এতে ব্যবসায়ীদের ক্ষতি হয় প্রায় পাঁচ কোটি টাকার। ওই ঘটনায় পাল্টাপাল্টি মামলা হওয়ায় আতঙ্কে দিন কাটছে ব্যবসায়ীদের। তাদের অভিযোগ, পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার রামনগর ও ডাঙ্গি ইউনিয়নের কিছু লোক এই লুটপাটে অংশ নেয়। ঘটনার সময় বাজারের লোকজন লুটেরাদের প্রতিরোধে যান। তখন গণধোলাইয়ে মান্নান নামে এক ব্যক্তি নিহত হন। হামলা-নিহতের ঘটনায় তিনটি মামলা হয়েছে। একটি মামলা করেন নিহতের ভাই বোরহান। বাজার কমিটির পক্ষ থেকে করা হয় একটি এবং অপর মামলাটি করে পুলিশ। বোরহানের মামলায় আসামি করা হয় কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান বিল্লাল ফকির ও তার ভাই মিঠুসহ ৮০ জনকে। ব্যবসায়ীরা জানান, পাল্টা মামলার কারণে তারা ঠিকমতো ব্যবসা করতে পারছেন না। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন তারা। কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান জানান, রাজনৈতিক প্রতিহিংসাবশত ডাঙ্গি ইউপির সাবেক চেয়ারম্যান বুলবুল সরদার ও রামনগরের বর্তমান চেয়ারম্যান কুদ্দুস ফকিরের ইন্ধনে তাকে আসামি করা হয়েছে। সাবেক চেয়ারম্যান বুলবুল জানান, কৃষ্ণপুর বাজারের লুটপাটের ঘটনার তিনি কিছুই জানেন না। তার বিষয়ে যা বলা হচ্ছে তা ভিত্তিহীন। রামনগর ইউপি চেয়ারম্যানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘এখন ব্যস্ত আছি, পরে কথা হবে।’

সর্বশেষ খবর