মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

খানাখন্দে পথে পথে ভোগান্তি

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

খানাখন্দে পথে পথে ভোগান্তি

বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের মিয়ারবাজার সংলগ্ন সড়ক ও নাজিরবাজার-পূর্ব শ্বাসরাম সড়কের চিত্র —বাংলাদেশ প্রতিদিন

বিশ্বনাথ উপজেলার প্রায় সবকটি সড়কে রয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এ সব সড়কের পিচ উঠে খানাখন্দে ভরে গেছে। বিকল্প না থাকায় ঝুঁকি জেনেও এ সব সড়কে চলছে যানবাহন। প্রায়ই ঘটছে ছোটখাট দুর্ঘটনা। আর সামান্য বৃষ্টি হলেই গর্তে পানি জমে সৃষ্টি হয় অরাজক পরিস্থিতি। তখন আরও বেড়ে যায় জনভোগান্তি। এভাবেই দিনের পর দিন দুর্ভোগ পোহাচ্ছেন সড়কগুলো দিয়ে চলাচলকারী গাড়িচালক, যাত্রী, রোগী ও শিক্ষক-শিক্ষার্থী সাধারণ মানুষ। সরেজমিনে উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের পশ্চিম চান্দশীরকাপন এলাকার মোড়, বাউসী কালভার্ট যাওয়ার পূর্বের অংশ, বাউসী-মান্দারুকা সড়ক, মিয়ারবাজার প্রবেশমুখ, বিশ্বনাথ-জগন্নাথপুর বাইপাস সড়ক, বিশ্বনাথ-হাবড়া সড়ক, দশঘর-মাচুখালী সড়ক, বিশ্বনাথ নাজিরবাজার-পূর্ব শ্বাসরাম সড়ক, রামপাশা-রাজাগঞ্জ বাজার সড়ক ও রামপাশা সিংগের এলাকায় রয়েছে অসংখ্য গর্ত। দীর্ঘদিন ধরে সড়কের বেহাল অবস্থা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। বিশ্বনাথ মানবাধিকার সংস্থার সদস্য মাছুম আহমেদ বলেন, সড়কগুলো দ্রুত সংস্কার করে উপজেলাবাসীর দুর্ভোগ লাঘব জরুরি। আশা করি, কর্তৃপক্ষ এ ব্যাপারে শিগগিরই উদ্যোগ নেবে। উপজেলা প্রকৌশলী এমকে আনোয়ার হোসেন বলেন, এ বছর সড়কগুলো সংস্কার করা সম্ভব নয়। আগামী অর্থ বছরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রকল্প পাঠানো হবে। অনুমোদন পেলেই সংস্কার করা হবে। সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেন, কিছু সড়কের জন্য ডিও লেটার পাঠানো হয়েছে। শিগগিরই সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর