মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

সেপটিক ট্যাংকে লাশ হলেন তিন শ্রমিক

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে নেমে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়েছেন একজন। জেলা শহরের বিলাসদি ব্যাংক কলোনী এলাকায় গতকাল এ ঘটনা ঘটে। মৃতরা হলো— সিরাজ (৩৫), রমিজ (১৭) ও রাকিব (২২)। পুলিশ ও দমকল বাহিনী সূত্রে জানা যায, বিলাসদি ব্যাংক কলোনীর একটি বাড়ির নির্মাণ কাজ চলছে। কয়েকদিন আগে সেপটিক ট্যাংকের ছাদ ঢালাই দেওয়া হয়। সোমবার দুপুরে ঢালাই কাজে ব্যবহৃত কাঠ ও বাঁশ খুলার জন্য শ্রমিক রমিজ ভেতরে নামেন। কিছু সময় পর তার সাড়াশব্দ না পেয়ে রাকিবকে ভিতরে পাঠানো হয়। রাকিবেরও আলাপ না পেয়ে সিরাজ ট্যাংকে নামেন। একপর্যায়ে তাদের কারোই সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে আরেক শ্রমিক ভিতরে মাথা ঢুকিয়ে দেখতে গিলে তিনি অসুস্থ হন। তখন দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সদস্যরা ট্যাংকের ছাদ ভেঙে তিনজনকে উদ্ধার করেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাদের জেলা হাসপাতালে নিলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে অক্সিজেনের অভাব ও বিষাক্ত গ্যাসের কারণেই এ ঘটনা ঘটেছে।

সর্বশেষ খবর