মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

রিকশা বিতরণ করলেন আরব আমিরাত রাষ্ট্রদূত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

রিকশা বিতরণ করলেন আরব আমিরাত রাষ্ট্রদূত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রিকশা বিতরণ করে শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শাখার উদ্যোগে রূপগঞ্জের ৮০ জন হতদরিদ্র নারী-পুরুষের মধ্যে সেলাই মেশিন এবং রিকশা বিতরণ করা হয়েছে। উপজেলার বিরাব গ্রামে গতকাল এ সব সামগ্রী বিতরণ করেন দেশটির রাষ্ট্রদূত সায়েদ মোহাম্মদ আল মুহাইরী। পরে তিনি বিরাব বায়তুল ফালাহ জামে মসজিদ নির্মাণ কাজের ভিক্তিপ্রস্তর স্থাপন করেন। ওই এলাকার নির্মাণাধীন দারুল উলুম রাজিয়া মহিলা মাদ্রসার ভবন নির্মাণে আর্থিক সহায়তা ও বিরাব প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের আগ্রহ প্রকাশ করেন এ রাষ্ট্রদূত। বাংলাদেশ প্রতিদিনের চিফ রিপোর্টার মনজুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত সায়েদ মোহাম্মদ আল মুহাইরী। উপস্থিত ছিলেন মোহাম্মদ হাসদান আল জারি, ড. গাজী মো. জহিরুল ইসলাম, একেএম রফিকুল হক, আমিরুল ইসলাম ইমন প্রমুখ। রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের মতো বন্ধুপ্রতীম দেশে সংযুক্ত আরব আমিরাতের সহযোগিতা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ জন্য বাংলাদেশ সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই।

সর্বশেষ খবর