বুধবার, ৮ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের নিয়ে রাস্তায় পুলিশ

ভাঙ্গা প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের জন্য শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সড়কে নেমেছেন জেলার পুলিশ সুপার জাকির হোসেন খান। ঘটনাটি ওই এলাকার মানুষের মধ্যে উৎসাহের সৃষ্টি করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভাঙ্গা বিশ্বরোড মোড়ে এসপির নেতৃত্বে পুলিশ-শিক্ষার্থীরা ট্রাফিক ব্যবস্থাপানা নিয়ন্ত্রণ ও পরিচালনা করেন। শিক্ষার্থীরা গাড়ির কাগজপত্র পরীক্ষা করে যাদের প্রয়োজনীয় কাগজপত্র নেই তাদের পুলিশে সোপর্দ করেন। এ কাজে নয়জন শিক্ষার্থী অংশ নেন। তারা ভাঙ্গা সরকারি কেএম কলেজ, ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয় ও কাজী শামসুন্নেসা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। দুই ঘণ্টায় বিশ্বরোড মোড় এলাকার তিনটি স্থানে অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে গাড়ি ও চালকদের বিরুদ্ধে ৫০টি মামলা করে পুলিশ। শিক্ষার্থীরা বলেন—‘পুলিশের সঙ্গে কাজ করতে ভালো লেগেছে। সড়কে নেমে মনে হয়েছে, রাস্তায় চলার ক্ষেত্রে আমরা খুব একটা সচেতন নই। বিষয়টিতে আমাদের আরও গুরুত্ব দেওয়া উচিত।’ পুলিশ সুপার জাকির হোসেন বলেন, ‘ঢাকায় শিক্ষার্থীরা ট্রাফিক ব্যবস্থাপনা পরিচালনা করে উদাহরণ সৃষ্টি করেছে। সেই প্রেরণায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিএনসিসি ও রোভার স্কাউটের সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের নিয়ে মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনা পরিচালনা করা হয়েছে।’

সর্বশেষ খবর