বুধবার, ৮ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

দাবি পূরণ হওয়ায় আনন্দ র‌্যালি

নিরাপদ সড়ক চাই

প্রতিদিন ডেস্ক

নিরাপদ সড়ক চাই আন্দোলনে ছাত্র-ছাত্রীদের সব দাবি মেনে নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্থানে র‌্যালি করেছে শিক্ষার্থীরা। বগুড়া : বগুড়ার সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের আয়োজনে র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জিলা স্কুলমাঠে এসে সমবেত হয়। বক্তব্য রাখেন আওয়ামী লীগের জেলা সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন। সুলতান মাহমুদ খান রনির সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষার্থী সাবা-ই জান্নাত পৃথুল, নাকিব, নাবিলা।  ময়মনসিংহ : আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে আনন্দ মিছিল বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সভাপতি রকিবুল হাসান রকিব। এছাড়া মিছিলে আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান সবুজ উপস্থিত ছিলেন।  মাগুরা : জেলা ছাত্রলীগ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে শহরে আনন্দ র‌্যালি বের করে। সকল গুজব রুখবো, বাংলাদেশ গড়বো— এই শ্লোগান নিয়ে বের হওয়া র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে। পরে মাগুরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ প্রচার সম্পাদক অ্যাডভোকেট শাকিল, জেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম বিপু, জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদি হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলি হোসেন মুক্তাসহ আরো অনেকে। সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে সরকারি মুজিব কলেজ। পরে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন কলেজের অধ্যক্ষ আব্বাস আলী তালুকদার। এ সময় কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আব্দুল হামিদ, বর্তমান জিএস রাসেল আল মামুন, ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম, মেধাবী ছাত্রী বাঁধনসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দাউদকান্দি : কুমিল্লার দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আনন্দ র‌্যালিটি বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। বক্তৃতা করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী। স্কুলের প্রধান শিক্ষক জসিম উদ্দিনের সভাপতিত্বে স্কুলের ম্যানিজিং কমিটির সদস্য ও পৌর প্যানেল মেয়র-১ রকিব উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি সোহেল। অপরদিকে মেঘনা উপজেলার চালিয়াভাঙ্গা নিম্ন মাধমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা আনন্দ র‌্যালি করেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও মেঘনা উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি আ. কাইয়ুমের সভাপতিত্বে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম ও স্কুলের শিক্ষক আ. মান্নান বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর