বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

পদ্মার ভাঙন রোধে সবই করবেন প্রধানমন্ত্রী

—এনামুল হক শামীম

শরীয়তপুর প্রতিনিধি

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেছেন, শরীয়তপুরের জাজিরা-নড়িয়া এলাকার পদ্মার ভাঙন রোধে যা যা করণীয় তা করবেন জননেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী পদ্মার ভাঙন রোধে ইতিমধ্যে ১ হাজার ২২২ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছেন। আর একনেকে পাস হওয়া এ প্রকল্পের কাজ আগামী সেপ্টেম্বর মাস থেকে বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরু হবে। গতকাল শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীয় বিলীন হওয়া সাধুরবাজার লঞ্চঘাট এলাকায় নিখোঁজ, ও আহতদের পরিবারকে ও  ভাঙনকবলিত এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন কাজী আবু তাহের, সানজিদা ইয়াসমিন, শহিদুল ইসলাম বাবু রাঢ়ী প্রমুখ। এনামুল হক শামীম বলেন, আওয়ামী লীগ জনবান্ধব সরকার। এই সরকার যখনই ক্ষমতায় থাকে, হতদরিদ্র ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়। বঙ্গবন্ধু ও শেখ হাসিনা ছাড়া নড়িয়াবাসী কিছুই বোঝেন না।

সর্বশেষ খবর