শুক্রবার, ১০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ঈদের ৭ দিন আগে বেতন ভাতা পরিশোধের দাবি গার্মেট শ্রমিকদের

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ঈদের ৭ দিন আগে আগস্ট মাসের ১৫ দিনের বেতন ও পূর্ণ বোনাস পরিশোধ এবং গার্মেন্ট শ্রমিকের ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা ঘোষণার দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট গাবতলী-পুলিশ লাইন কমিটির সভাপতি সাইফুল ইসলাম শরীফের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আবু নাঈম খান বিপ্লব, সেলিম মাহমুদ, হাসনাত কবীর প্রমুখ। তারা বলেন, দেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের দুই ঈদে বেসিক বেতনের সমান দুই বোনাস দেওয়া হয়। কিন্তু শ্রম আইনে বোনাস কথা না থাকায় গার্মেন্ট মালিকরা শ্রমিকদের বোনাস থেকে বঞ্চিত করে। বোনাস শ্রমিকের অধিকার। কিছু মালিক হাফ বোনাস দেয়, অধিকাংশ মালিক শ্রমিকদের বোনাস না দিয়ে বখশিস হিসাবে সামান্য কিছু টাকা দেয়।

তারা আরও বলেন, ঈদের সম্ভাব্য তারিখ ২২ আগস্ট। ফলে ঈদের আগে আগস্ট মাসের অর্ধেক বেতন শ্রমিকের প্রাপ্য। ঈদের সাত দিন আগে শ্রমিকের পূর্ণ বোনাস ও আগস্ট মাসের অর্ধেক বেতন পরিশোধ করতে হবে এবং হাতে সময় নিয়ে ছুটি দিতে হবে।

সর্বশেষ খবর