শনিবার, ১১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

‘মাগুরায় প্রতি মাসে ৬০ জন লিগ্যাল এইডের সহযোগিতা নিচ্ছেন’

মাগুরা প্রতিনিধি

মাগুরায় প্রতিমাসে অন্তত ৬০ জন বিচারপ্রার্থী লিগ্যাল এইডের সহযোগিতা নিচ্ছেন। সরকারি অর্থে আইনি সহায়তা দেওয়ার পাশাপাশি বিচারপ্রার্থী ও তাদের সন্তানদের দুপুরের খাবারসহ যাতায়াত খরচও দেওয়া হয়।

গতকাল মাগুরার মঘি ইউনিয়ন পরিষদ চত্বরে জেলা লিগ্যাল এইডের উদ্যোগে এক সভায় বক্তারা এসব কথা জানান। বিনামূল্যে আইনি সহায়তার বিষয়ে তৃণমুল জনসচেনতা বাড়াতে এই সভার আয়োজন করা হয়। ইউপি চেয়ারম্যান আব্দুল হাই সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। উপস্থিত ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, সহকারী জজ অনুশ্রী রায়, সহকারী জজ ও ভারপ্রাপ্ত লিগ্যাল এইড কর্মকর্তা রোমানা রোজী, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, পাবলিক প্রসিকিউটার অ্যাডভোকেট কামাল হোসেন, জিপি অ্যাভোকেট মাহাবুব মোর্শেদ বাবলা, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাজিদুর রহমান সংগ্রাম, প্রেসক্লাব সম্পাদক শামীম খান প্রমুখ।

সর্বশেষ খবর