রবিবার, ১২ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

রাজবাড়ীর গ্রাম পুলিশ পাচ্ছে না ১৭ মাসের ভাতা

ফরিদপুর প্রতিনিধি

ইউনিয়ন পর্যায়সহ দেশের দুর্যোগ ও গুরুত্বপূর্ণ সময়ে শৃঙ্খলার দায়িত্ব পালন করে থাকেন গ্রাম পুলিশরা। অথচ রাজবাড়ীর সদর উপজেলার ১৩৩ জন গ্রামপুলিশ পান না ১৭ মাসের যাতায়াতের ভাতা। গতকাল দুপুরে হাজিরার জন্য যাতায়াত ও দৈনিক ভাতার দাবিতে উপজেলার ১৪টি ইউনিয়নের গ্রামপুলিশরা জেলা প্রশাসকের কার্যালয়ের উপস্থিত হয়ে জেলা প্রশাসক মো. শওকত আলীর কাছে বিষয়টি অবহিত করেন। গ্রাম পুলিশরা জানান, ২০১৭ সালের (গত বছরের) মার্চ মাস থেকে তারা স্থাবর সম্পত্তি হস্তান্তর করে ১ ভাগ হিসাবে প্রাপ্ত রাজস্ব থেকে থানায় সপ্তাহে এক?দিন হাজিরার জন্য যাতায়াত ও দৈনিক ভাতা হিসাবে ৩০০ টাকা সরকারিভাবে পরিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হয়। অথচ গত বছর থেকে এখন পর্যন্ত ১৭ মাসের যাতায়াত ভাতার টাকা পাননি। এ সময় তারা ক্ষোভ প্রকাশ করে জানান, জেলার আরও চারটি উপজেলার গ্রামপুলিশরা এ যাতায়াত ভাতা ঠিকভাবে পেয়ে? আসলেও শুধু সদর উপজেলার ১৩৩ জন সদস্য তা পাচ্ছেন না। এ দাবিতে বিভিন্ন সময়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে গেলেও তিনি কোষাগারে যাতায়াত ভাতা দেওয়ার মতো কোনো টাকা নেই বলে তাদের বার বার ফিরিয়ে দিয়েছেন। জেলা প্রশাসকের কাছে বিষয়টি তুলে ধরেন চাকরি জাতীয়করণ গ্রামপুলিশ রিট বাস্তবায়নকারী কেন্দ্রীয় কমিটির সভাপতি ও জেলা কমিটির সভাপতি মো. উজ্জ্বল খান, জেলা গ্রামপুলিশ কমিটির সাংগঠনিক আনোয়ার হোসেন, সদর উপজেলা গ্রামপুলিশের সভাপতি আলী হোসেন। জেলা প্রশাসক মো. শওকত আলী তাদের দাবিটি যৌক্তিক  উল্লেখ করে বলেন, যাতায়াত ভাতার বিষয়ে সরকার থেকে যা বলা হয়েছে, তা আপনারা পাবেন। তবে পর্যায়ক্রমে। জেলা প্রশাসক মো. শওকত আলী উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেন পর্যায়ক্রমে গ্রামপুলিশদের থানায় হাজিরার জন্য যাতায়াত ও দৈনিক ভাতা পরিশোধ করার এবং তাদের বেতন বকেয়া না রেখে নিয়মানুযায়ী পরিশোধ করার।

সর্বশেষ খবর