রবিবার, ১২ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

স্কুল ভবন নির্মাণে অনিয়ম

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম পাগলা ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবন নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী এবং কংক্রিটের বদলে ব্যবহার অযোগ্য রাবিশ ব্যবহারের অভিযোগ উঠেছে। ফলে ছাদ ধসে পড়ার শংকায় শিশু শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে আতংক। প্রায় ৩০ লাখ টাকায় এই র্নির্মাণ প্রকল্পের বাস্তবায়ন করছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। পার্বত্য জেলা পরিষদের সহকারী প্রকৌশলী-১ লেলিন চাকমা জানান, ওই স্কুলের দ্বিতলের ছাদ নির্মাণের সময় তিনি অকুস্থলে ছিলেন। ছাদ ঢালাইয়ের কাজে স্বাভাবকি কংকরই ব্যবহার করা হয়েছে বলে তিনি দাবি করেন। দ্বিতল ভবনের নির্মাণ কাজে নিম্নমানসামগ্রী ব্যবহারের অভিযোগও তিনি অস্বীকার করেন। নির্মাণ কাজের ঠিকাদার প্রু কান্তি তংচগ্যা জানান, তিনি সিডিউল মতোই কাজ করে যাচ্ছেন। কাজে কোনো অনিয়ম নেই।

সর্বশেষ খবর