রবিবার, ১২ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

‘রাঙামাটিতে দক্ষ মানব সম্পদ সৃষ্টি করা হবে’

রাঙামাটি প্রতিনিধি

আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার মাধ্যমে রাঙামাটিতে দক্ষ মানব সম্পদ সৃষ্টি করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান। তিনি বলেন, ‘সরকার আধুনিক প্রযুক্তিনির্ভর উচ্চ শিক্ষার প্রসার ঘটাতে রাঙামাটিতে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একদিন পার্বত্যাঞ্চলকে উন্নয়নের শীর্ষে পৌঁছাবে।’ রাঙামাটি পর্যটন কপ্লেক্সের সম্মেলনকক্ষে আয়োজিত বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন। রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অঞ্জন কুমার চাকমার সভাপতিত্বে আরও বক্তৃতা করেন, ড. প্রদানেন্দু বিকাশ চাকমা, শাহীন সিরাজ, জাকিয়া পারভিন প্রমুখ।

সর্বশেষ খবর