রবিবার, ১২ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

সরকার মানুষের মৌলিক অধিকার পূরণে সচেষ্ট : আমু

ঝালকাঠি প্রতিনিধি

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বর্তমান সরকার স্বাস্থ্যসেবাসহ মানুষের মৌলিক অধিকার পূরণে সর্বদা সচেষ্ট। শেখ হাসিনা ক্ষমতায় এসেই ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক চালু করে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছেন। আগামীতেও আওয়ামী লীগ ক্ষমতায় এলে ঝালকাঠি সদর হাসপাতালটি ৫০০ শয্যায় উন্নীত করা হবে। গতকাল ঝালকাঠি সদর হাসপাতাল ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করার জন্য ছয় তলাবিশিষ্ট একটি নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন। সিভিল সার্জন ডা. শ্যামলকৃষ্ণ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার। মন্ত্রী পরে জেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে শোকসভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন। সিদ্দিকুর রহমান এতে সভাপতিত্ব করেন। এ ছাড়া বিকালে শিল্পকলা মিলনায়তনে কৃষিমেলায় প্রধান অতিথির বক্তব্য দেন মন্ত্রী।

সর্বশেষ খবর