সোমবার, ১৩ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ঋণের টাকা নিয়ে পালালেন দলনেত্রী

শ্রীমঙ্গল প্রতিনিধি

মৌলভীবাজারে শ্রীমঙ্গলে ১৫ জন হতদরিদ্র মহিলার ক্ষুদ্র ঋণের টাকা নিয়ে পালিয়ে গেছেন তাদের দলনেত্রী। এখন ওই টাকা পরিশোধের জন্য তাদের মামলার ভয় দেখাচ্ছে সমিতির কর্মকর্তারা। উপজেলার সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া গ্রামের ভুক্তভোগী নারীরা গতকাল প্রেস ক্লাবে সংবাদ সন্মেলন করে এ অভিযোগ তোলেন। সংবাদ সম্মেলনে ঋণগ্রহীতা ডলি বেগম বলেন, কয়েক বছর ধরে তারা ব্র্যাক, বুর্যো, পল্লি দরিদ্র, শক্তি ফাউন্ডেশন, সিসিডি, পাতাকুঁড়ি সোসাইটি, আগ্রহ ফাউন্ডেশন ও আশা সমিতি থেকে ক্ষুদ্র ঋণসুবিধা ভোগ করছেন। এসব সমিতি থেকে গ্রামের জলিল মিয়ার স্ত্রী লাইলীকে দলনেত্রী করা হয়। নেত্রীই তাদের ঋণের টাকা এনে দেন। আবার নেত্রীর মাধ্যমেই ঋণের কিস্তি পরিশোধ করেন। দুই বছর আগে তারা ১৫ জন ওই আটটি সমিতি থেকে ছয় লাখ ৩২ হাজার টাকা উত্তোলন করেন এবং লাইলী বেগমের কাছে পরিশোধও করেন। কিন্তু লাইলী টাকা জমা না দিয়ে পালিয়ে যান। এখন সমিতির কর্মকর্তারা তাদের বাড়ি বাড়ি গিয়ে ঋণের কিস্তি পরিশোধের তাগাদা দিচ্ছে। মামলার ভয়ও দেখাচ্ছে। টাকা নিয়ে পালিয়ে যাওয়ার আভিযোগে ঋণগ্রহীতা অর্চনা রানীর স্বামী চন্দন শ্রীমঙ্গল থানায় অভিযোগ করেছেন। ভুক্তভোগীরা লাইলী বেগমকে গ্রেফতার করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানান। বলেন, লাইলিকে না পাওয়া গেলে ঋণের বোঝা নিয়ে তাদের আত্নহত্যা করা ছাড়া কোনো পথ নেই। শ্রীমঙ্গল থানার এএসআই এনামুল হক বলেন, লাইলী বেগমের বাড়িতে গিয়ে দেখা যায় ঘর তালাবদ্ধ।

সর্বশেষ খবর